#Akash #DigitalTV #AnalogTV




 Call 01770756362

কেবল ট্রাবল ডিটিএইচ! #Akash #DigitalTV #AnalogTV

বাংলাদেশে টিভি বিনোদনে পরিপূর্ণ সেবা দিতে সকল টিভি অপারেটর ব্যর্থ।

যুগের সাথে পরিবর্তন হচ্ছে মানুষের চাহিদা।
নিত্য নতুন আবিষ্কারের ফলে যুগের সাথে আপডেট হচ্ছে দৈনন্দিন জীবনের সকল কিছু।

টিভি এখন শুধু বিলাসিতা নয়, বিনোদনের অন্যতম প্রধান উৎস এবং অতীব প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে।

মানুষের টিভি বিনোদন বলতে এখন আর আশির দশকের সাদাকালো এবং নব্বইয়ের ছোট্ট একটা রঙ্গীন টেলিভিশনে সীমাবদ্ধ নেই।

যুগের বিবর্তনের ফলে পরিবর্তন এসেছে টিভির আকার আকৃতি এবং ছবি ও শব্দের।
মানুষের ঘরে ঘরে HD টেলিভিশন এবং 4K টেলিভিশন জায়গা করে নিচ্ছে।
হারিয়ে যাচ্ছে কম রেজুলেশনের সিআরটি মনিটর টিভি।

ডলবি ডিজিটাল সাউন্ড এখন বিনোদনের অন্যতম খোরাক।

১৪ ইঞ্চির সাদা কালো সিআরটি মনিটর থেকে এখন টেলিভিশন ষাট ইঞ্চির গন্ডি পেরিয়ে দেয়াল টিভিতে রুপান্তর হয়েছে।

মানুষ এখন আর হাতে গুনা কয়েকটি টিভি চ্যানেলে সীমাবদ্ধ নেই।

বিশ্বের নানা প্রান্তে, দূর দূরান্তের খবর, খেলাধূলা, নাটক, সিনেমা, মিউজিক দেখা যাচ্ছে ঘরে বসে।
জানতে পারছেন নানান দেশের সংস্কৃতি সম্পর্কে।

আর সব কিছু সম্ভব করে দিয়েছে স্যাটেলাইট টিভি।

বর্তমানে টেলিভিশন অপারেটরকে চার ভাগে বিভক্ত করা যায়।

১. এনালগ কেবল টিভি
২. ডিজিটাল কেবল টিভি
৩. ডিটিএইচ
৪. আইপিটিভি

#AnalogCableTV এনালগ কেবল টিভিঃ

সনাতন রীতিতে একাধিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে গ্রাহকের টিভিতে পৌঁছে দেওয়ার এই পদ্ধতি এক সময় সারা বিশ্বে বেশ জনপ্রিয় ছিল।

যদিও সীমাবদ্ধতা এবং আধুনিকায়নের ফলে প্রচলিত এই নিয়ম বিশ্বের অনেক দেশেই এখন আর দেখা মিলে না।

এইচডি টিভি চ্যানেল এবং শত শত টেলিভিশন চ্যানেলকে দেখতে এনালগ থেকে ডিজিটালে রুপান্তরে বিকল্প ছিল না।

এনালগের একটি অন্যতম অসুবিধা ছিল এখানে প্যাকেজ ও গ্রাহকের চ্যানেল চয়েজ এর কোন সুযোগ নেই।
কেবল অপারেটরের নিদির্ষ্ট চ্যানেল‌ গ্রাহককে দেখতে হবে, এবং মাস শেষে বাধ্যতামূলক একটি নির্দিষ্ট পরিমান টাকা বিল দিতে হবে।

চাহিদা মতো চ্যানেল নেওয়ার এবং সামর্থ্য মতো প্যাকেজ নেওয়ার কোন সুযোগ না থাকায় অপছন্দের তালিকায় ছিল এনালগ কেবল টিভি।

এই পদ্ধতিতে কেবল সেবা দেওয়ার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। কারন, সরকার জানতে পারছে না একজন কেবল অপারেটরের ঠিক কতোজন গ্রাহক আছে।

গ্রাহকের চাহিদা, নানান জটিলতা, এবং প্রচারের সীমাবদ্ধতা থেকে সরে গিয়ে কেবল অপারেটরগন এনালগ থেকে ডিজিটালে রুপান্তর হতে বাধ্য হয়েছেন।

কিন্তু আমরা এখনো টিভির দেখার সেই আদি যুগেই পড়ে আছি।

দেশীয় এনালগ কেবল অপারেটর ১০০টি টিভি চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ, ৫০-১০০ টি চ্যানেলের মধ্যে বেশিরভাগ চ্যানেলই দেখার অনুপোযোগী।
হয়, ঝিরঝির ছবি এবং নিম্মমানের শব্দ, না হয় ছবির বাজে কোয়ালিটি।
এই সব কেবল ডিশ সংযোগ ত্রুটিপূর্ণ, কেবল কাটা, ডিশ না থাকা নানান জটিলতায় ভরপুর।

এতো কিছুর পরও একজন গ্রাহক যে হারে বিল পরিশোধ করে থাকেন।

শহরে ৩০০-৪০০/- টাকা।
জেলায় ২০০-৩০০/- টাকা।
আর উপজেলায় ১৫০-২০০/- টাকা।
কিন্তু এই টাকা দিয়েও একজন টিভি গ্রাহক কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি?

#DigitalCableTV ডিজিটাল কেবল টিভিঃ

শত শত টিভি চ্যানেল এবং এইচডি চ্যানেলকে গ্রাহকের টিভিতে পৌঁছে দেওয়ার এই পদ্ধতি এখন সারা বিশ্বে বেশ জনপ্রিয়।
ঘরে ঘরে এইচডি টিভি, এইচডি ছবি পেতে এইচডি চ্যানেলের বিকল্প নেই।
আর এই এইচডি চ্যানেল দিতে ডিজিটালের বিকল্প নেই।

একটি সেট টপ বক্স ব্যবহার করে গ্রাহক এই সেবা পেয়ে থাকেন।

প্যাকেজের অপার স্বাধীনতা, সামর্থ্য মতো চ্যানেল বেছে নেওয়ার সুবিধা, এইচডি চ্যানেল, আর দেশ বিদেশের শত শত চ্যানেল দেখার জন্য ডিজিটাল কেবল টিভির জুড়ি নেই।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকাই তবে দেখতে পাবো সেখানে ডিজিটাল কেবল টিভি লাইনের বেশ ডিমান্ড রয়েছে।
তাদের জনপ্রিয় ডিজিটাল কেবল টিভি অপারেটর যেমনঃ GTPL, DEN, Hathway, Siti Cable, Digi Cable ইত্যাদি।

কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল সেবা এখনও মন্তর গতিতে চলছে।

শহরে কয়েকটি প্রতিষ্ঠানের পাশাপাশি সারা দেশে বর্তমানে হাতে গুনা কয়েকটি কেবল টিভি প্রতিষ্ঠান ডিজিটালে রুপান্তর হয়েছে।

তবে অনেকে আবার নামেই ডিজিটাল।
একাধিক প্যাকেজ নেই, নেই গ্রাহক‌ চ্যানেল চয়েজ‌ সুবিধা, নেই সেট টপ বক্সটি গ্রাহকের মন মর্জিমতো ব্যবহারের সুযোগ।

রয়েছে চ্যানেল‌ সম্প্রচারে নানান জটিলতা।

পরিপূর্ণ সেবা দিতে ব্যর্থ এইসব ডিজিটাল কেবল টিভি অপারেটর।

কয়েকটি ডিজিটাল কেবল টিভি অপারেটর ৩০০-৬০০ টাকা‌ পর্যন্ত হাতেগুনা কয়েকটি প্যাকেজ দিলেও বেশিরভাগ ডিজিটাল কেবল টিভি অপারেটর গ্রাহককে মাস শেষে তাদের নির্ধারিত বিল পরিশোধ নির্ধারণ করে দিয়েছেন যা ৩০০-৫০০ টাকা পর্যন্ত।

বর্তমানে উল্লেখযোগ্য কিছু ডিজিটাল কেবল টিভি অপারেটরের নামঃ

বেঙ্গল ডিজিটাল, ডিজি জাদু, ডিজি ২১, খুলনা ভিশন, হোমনা ডিজিটাল কেবল টিভি, ইত্যাদি।

#DTH ডিটিএইচঃ

ডিরেক্ট টু হোম, এই সেবা সারা বিশ্বে বেশ জনপ্রিয়।
গ্রাহকের বাসার ছাদে একটি মিনি ডিশ এন্টেনা‌ বসিয়ে এর সাথে কেবল দিয়ে ঘরের ভিতরে থাকা একটি ডিজিটাল সেট টপ বক্স‌ যুক্ত করে টিভিতে কানেকশন দিয়ে ব্যবহার করার এই প্রচলিত নিয়ম এখন উন্নত বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়।

স্কাই, ডিশ, ডিশ টিভি, টাটা স্কাই ইত্যাদি সারা বিশ্বের ডিটিএইচ জগতে সুপরিচিত নাম।

যেখানে কেবল সংযোগ দিয়ে টিভি কানেকশন দেওয়া সম্ভব নয় সেইখানেও স্যাটেলাইটকে ব্যবহার করে অনায়াসে টিভি কানেকশন দেওয়া যায় বলে ডিটিএইচ আরো জনপ্রিয়তা লাভ করেছে।

আমাদের দেশের টিভি গ্রাহকদের ডিটিএইচ অভিজ্ঞতা কম, যাদের আছে তারাও ডিটিএইচ থেকে ইতিবাচকের বদলে নেতিবাচক সেবা পেয়েছেন‌, ফলে এই সেবা এখনো বাংলাদেশে খুব একটা জনপ্রিয় নয়।

Comments