ঝিনাইদহ এখন উচ্চ গতি সম্পুর্ণ মোটরসাইকেলে ছয়লাব

 

ব্যায়বহুল আর উচ্চ গতি সম্পুর্ণ মোটরসাইকেলে ছয়লাব, আমাদের শহর ও গ্রাম সড়ক গুলোতে।


এই মোটরযান গুলোর মূল্য, ২লক্ষ টাকা থেকে ৫লক্ষ টাকা। এই গুলোর অধিকাংশ -এর মালিকই, বেকার এবং তরুণ সন্তানেরা।


সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই উচ্চ গতি সম্পুর্ণ মোটরসাইকেল গুলো আমাদের শহর বা গ্রামের সড়ক গুলোর জন্য মোটেই উপযোগী না। এর ফলে, আমাদের অধিক দূর্ঘটনার কারন স্বরূপ সমস্যা। 

অথচ, এই ব্যাপারে কারও ধারণা বা সচেতনতা বোধ নাই। দামী এবং বাহারি মোটরসাইকেল এখন, তরুণদের সব থেকে বড় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।


এমনিতেই, অনেক বছর ধরে করুন দশায় রয়েছে, আমাদের জেলার অর্থনৈতিক অবস্থা। 


★ নীতিমালার মাধ্যমে, এখনই এই অধিক টাকার অপচয় রোধ করতে হবে।

 তা-না হলে আমাদের জেলার ধান-চাল-জমি বেচা টাকা বা মধ্যবিত্ত পরিবারের অধিক কষ্টের সঞ্চয়কৃত টাকার, সিংহ ভাগই বাহিরে চলে যাচ্ছে...? 


ছবি ঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক 

ঝিনাইদহ সদর।

Comments