![]() |
জাহান্নামী ৬ নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন |
জাহান্নামী ৬ নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন
যদি মিল থাকে তবে পরিহার করুন....
তওবা করুণ ফিরে আসেন ইসলামের ছায়া তলে....
একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগ ও
আর থাকবে না.........
আসল জীবন পরকাল তাই আসুন পরকাল মূখি হই....
একবার আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজী সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাকী বসে কাঁদছেন।
আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেনো?
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন জানালেন যে, মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার দেখতে পেয়েছি।তারপর নবীজী নারীদের শাস্তির বর্ণনা করলেন, লম্বা হাদিস।
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের গোনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজী বলেন, তারা হলোঃ
১★ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়,
২★ঐ নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করেনা,
৩★ঐ নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে,
৪★ঐ নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজ কাজা করে ফেলে (জাহান্নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাধার মতো হবে),
৫★ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে (জাহান্নামে এদের মুখ দিয়ে আগুন প্রবেশ করিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে এবং একজন ফেরেশতা তাকে প্রহার করতে থাকবে)
এবং
৬★ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। (এদের চেহারা কুকুরের মতো হবে)
★ইয়া আল্লাহ উপরে উল্লেখিত সব আজাব থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি তুমি আমাদের সবাইকে হেফাজত করিও এবং এই ৬ প্রকার গুনাহ থেকে বেচেঁ থাকার তৌফিক দিয়ো আমাদের মা বোনদেরকে [ আমিন আমিন ছুম্মা আমিন ]
Comments
Post a Comment
thanks